সিলেট: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। মরহুমের প্রথম জানাজার নামাজ আগামীকাল সোমবার বাদ জোহর হযরত শাহজালাল দরগাহ মসজিদে এবং ২য় জানাজার নামাজ বাদ আছর গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
জানাযা শেষে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মরদেহ রফিপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।