Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




সিলেট জেলা শিক্ষক সমিতির সভা, কেন্দ্রের সাথে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত

সিলেট: সিলেট জেলা বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) কার্যকরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজা জিসি হাইস্কুল শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাশিস’র সিলেট জেলা সভাপতি মো. মামুন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শমশের আলীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, ‘অনিয়মতান্ত্রিক উপায়ে পেশীশক্তির কবলে গঠিত কেন্দ্রীয় শিক্ষক সমিতি রাতের আধারে যাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে তারা পেশাগত শৃঙ্খলা ভঙের দায়ে এবং নৈতিকস্খলনে চাকুরী থেকে বরখাস্তকৃত শিক্ষক কিভাবে গোটা শিক্ষক সামাজের নেতৃত্ব দেওয়া সম্ভব, তাই বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা কেন্দ্রীয় কমিটি নামক ঐ সংগঠনের সাথে সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলার সাবেক সভাপতি এ এইচ এম ঈসরায়েল আহমদ, সিনিয়র সহ সভাপতি মো আবদুল মালেক, সহ সভাপতি রফিকুল আলম রফিক, মো. আতাউর রহমান, আবুল লেইছ ও মো. আবদুল মুনিম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মুমিত, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, প্রচার সম্পাদক ননী গোপাল রায়, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা পারভীন, অর্থ সম্পাদক মো. ফয়সল আহমদ, গণসংযোগ সম্পাদক মো. আব্দুস শহীদ, নুর মোহাম্মদ সাইফ উদ্দিন, বিজয় প্রসাদ দেব, মাহবুবুল হক, রিপন সূত্র ধর প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

Developed by :