ক্যাপশন নিউজ: বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে জেলা পরিষদের অর্থায়নে ৫ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ‘কানলী যাত্রী ছাউনী’ নির্মাণ করা হয়েছে। কিন্তু মূল সড়কের সাথে যাত্রী ছাউনীর সংযোগ না থাকায় তা যাত্রীদের কোন উপকারে আসছে না। ব্যবহার করতে হলে যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হবে।
স্থানীয় অধিবাসিরা, শিগগির মাটি ভরাট করে ছাউনী ব্যবহার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, গত বৃহস্পতিবার যাত্রী ছাউনীর উদ্বোধনকালে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দিপ কুমার সিংহ, জেলা পরিষদ সদস্য মো. নজরুল হোসেনসহ দায়িত্বশীলরা দাঁড়িয়ে রয়েছেন।