Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




হোয়াইট চ্যাপেলে লেবার প্রার্থী বিয়ানীবাজারের ফারহানা জামান

লেবার প্রার্থী ফারহানা জামানের সাথে চেয়ার মামুন রশীদ

বিয়ানীবাজারবার্তা২৪.কম: লন্ডনে বাঙালী কমিউনিটির পরিচিত মুখ শিক্ষিকা ফারহানা জামান লেবার পার্টি থেকে লন্ডন বারা অব টাওয়ার হেমলেটসের হোয়াইট চ্যাপেল থেকে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে।

গত শনিবার (১৫ জানুয়ারি) ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করে ১২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ফারহানা জামান পেয়েছেন ৯৪ ভোট। এছাড়া অপর দু’প্রার্থী কাউন্সিলর ফারুক মাহফুজ আহমদ ৬৭ ভোট ও কাউন্সিলর শাহ সুহেল আমিন ৫০ ভোট পেয়েছেন।

এ আসনের দলের চেয়ার মোহাম্মদ মামুন রশীদ। তার বাড়িও বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের টুকা ভরাউট গ্রামে।

লেবার পার্টির মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত ফারহানা জামান আগামী নির্বাচনে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :