সিলেট: নারায়নগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভি’র হ্যাটট্রিক বিজয়ে সিলেট জেলা আওয়ামী লীগ অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের সম্মানিত ভোটারগণ সেলিনা হায়াত আইভি’র উপর যে আস্থা রেখেছেন তা আস্থা অর্জনে তিনি সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও নেতৃবৃন্দ নারায়নগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করায় তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।