বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে আনন্দ উচ্ছ্বাসের মধ্য-দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগের মূলধারা গ্রুপ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের মূলধারা গ্রুপ স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের বলরুমে কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা এসি পল্লবের সভাপতিত্বে ও ছাত্রনেতা মাসুম আহমদ উজ্জলের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা জাকারিয়া আহমদ, উপজেলা যুবলীগ নেতা মাহমুদ আহমদ ও জামিল আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা ফায়েক আহমদ, হালিম আহমদ রাজিম, আশরাফ আহমেদ, তানভীর, জামান আহমেদ, আব্দুল্লাহ, কলেজ ছাত্রলীগ নেতা জাফরান আহমদ, জুনায়েদ, আব্দুল্লাহ, রাব্বি , শিমুল, সাজু প্রমুখ।