Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মূলধারা গ্রুপের কেক কর্তন ও আলোচনা সভা

সভাপতির বক্তব্য রাখছেন এসি পল্লব

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে আনন্দ উচ্ছ্বাসের  মধ্য-দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগের মূলধারা গ্রুপ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায়  ছাত্রলীগের  মূলধারা গ্রুপ স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের বলরুমে কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা এসি পল্লবের সভাপতিত্বে ও ছাত্রনেতা মাসুম আহমদ উজ্জলের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা জাকারিয়া আহমদ, উপজেলা যুবলীগ নেতা মাহমুদ আহমদ ও জামিল আহমদ।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিসহ ছাত্রলীগ নেতাকর্মী

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা ফায়েক আহমদ, হালিম আহমদ রাজিম, আশরাফ আহমেদ, তানভীর, জামান আহমেদ, আব্দুল্লাহ, কলেজ ছাত্রলীগ নেতা জাফরান আহমদ, জুনায়েদ, আব্দুল্লাহ, রাব্বি , শিমুল, সাজু প্রমুখ।

 

Developed by :