নাহিদুর রহমান: বিয়ানীবাজারে আনন্দ উৎসবের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনব্যাপী ছাত্রলীগের ৬ গ্রুপ পৃথকভাবে কেক কর্তন, আনন্দ শোভাযাত্রা, পথসভার আয়োজন করে।
ছাত্রলীগের জন্মদিনের বিভিন্ন গ্রুপের পৃথক কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ হোসেন বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন খসরু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি খছরুল হক খসরু প্রমুখ।
রিভারবেল্ট গ্রুপ: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ (রিভারবেল্ট) নানা কর্মসূচি পালন করে। এরমধ্যে দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা কেক কেটে ভালোলাগার প্রিয় সংগঠনের জন্মদিনের উৎসব পালন করেন। পরে পৌরশহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জামাল গ্রুপ: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ (জামাল গ্রুপ) কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে উৎসবের এ আয়োজনে ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পাভেল গ্রুপ: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবুখর পরিবেশে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে (পাভেল গ্রুপ) কেক কর্তন করা হয়। পরে পৌরশহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এসব অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ পাভেল মাহমুদ, জেলঅ ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মাহমুব হোসেন জুয়েল প্রমুখ।
স্বাধীন গ্রুপ: আনন্দ উৎসবের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ (স্বাধীন গ্রুপ)। এ উপলক্ষে আজ দুপুরে বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের প্রধান ফটকে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন, আমান উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা জাহিদ আহমদ রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন প্রমুখ।
ছাত্রলীগের মূলধরা গ্রুপের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
মূলধারা গ্রুপ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ (মূলধারা গ্রুপ)। এ উপলক্ষে আজ দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা কেক কর্তন করেন।
পরে পৌরশহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী হাসান রেজা, বায়োজিদ মাহমুদ।
জয় বাংলা গ্রুপ: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আনন্দ শোভাযাত্রা করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ (জয় বাংলা গ্রুপ)। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা কেক কর্তন করেন। পরে পৌরশহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা আব্দুল হাসিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা শিব্বির আহমদ প্রমুখ।