বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসা সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ মাদ্রাসার ছাত্রীরা এবারের দাখিল পরীক্ষায় উপজেলা পর্যায়ে পাসের রেকর্ড করেছে।
জানা যায়, জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসার ৪২ জন ছাত্রী এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে বিভিন্ন গ্রেডে পাস করেছে ৪১ জন। পাসের হার ৯৭.৬১।
তবে, গত বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের রেকর্ডসহ শতভাগ পাস করেছিল।
এবারের দাখিল পরীক্ষায কৃতকার্যদের মধ্যে ৫ জন জিপিএ-৫, এ ২৫ জন, এ- ৯ জন এবং ২ জন বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আল্লাহর রহমতে আমার ছাত্রীরা ভালো রেজাল্ট করেছে। আমরা উপজেলা পর্যায়ে এবারও সেরা হয়েছি। তিনি বলেন, গত বছর জিপিএ-৫ না পেলেও এবার ৫ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এজন্য আমাদের আনন্দের মাত্রা একটু বেশি।
মাদ্রাসার চেয়ারম্যান, অভিভাবক ও এলাকাবাসীর সমর্থন, পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতাকে ভালো রেজাল্টের পেছনে মূখ্য ভূমিকা বলেও মনে করেন সুপার আবুল কালাম আজাদ । তিনি এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।