Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




জয়নাল হাজারীর জানাজায় মানুষের ঢল

 

ফেনী: লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ শহরের মুজিব উদ্যানে দাফন করা হয়।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় গার্ড অফ অনারের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন। পরে সাড়ে ৪টায় লাখো ভক্ত অনুরাগী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে শহরের মাস্টারপাড়ায় তার নিজ বাড়ির মুজিব উদ্যানে সমাহিত করা হয়। এদিকে, জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ তিন দিনের (২৮,২৯ ও ৩০ ডিসেম্বর) শোক প্রস্তাব গ্রহণ করে কর্মসূচি দিয়েছে।

এর আগে, সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান জয়নাল হাজারী

 

Developed by :