বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং মাথিউরা ইউনিয়নে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী মো. আমান উদ্দিন ৬৩৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।
আমান উদ্দিন ৯টি ওয়ার্ডে মোট ৩৪৫৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের কছির আলী পেয়েছেন ২৮২১ ভোট।
এদিকে, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মো. আমান উদ্দিন বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক ছাদেক আহমদ আজাদ। তিনি এক প্রতিক্রিয়ায় ঐতিহাসিক এ বিজয়ের জন্য মাথিউরা ইউনিয়ন আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানান।