সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ এর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত মার্কেটে ফিতা কেটে আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, রাজনীতি করতে হলে গণমানুষের সাথে সম্পৃক্ত হতে হবে। তাদের মনের ভাষা বুঝে নিয়ে সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাহলে একজন ব্যক্তির রাজনীতি করা সার্থক হবে। তিনি রাজনৈতিক কর্মীদের একত্রিত হয়ে দলীয় কর্মকান্ড পরিচালনার জন্য অফিস করায় জাবেদ চৌধুরীকে ধন্যবাদ জানান।
জানা যায়, দলীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা এবং এলাকার লোকজনের সাথে যোগাযোগ আরও সহজতর করতে এই কার্যালয় করা হয়েছে।
কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ আহমেদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম উদ্দীন, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম চৌধুরী মসলু, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমশির হাসান চৌধুরী, আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গীরদার ও সাধারণ সম্পাদক মনির উদ্দীন মনির, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, আহমদ হোসেন খান, জেলা ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম জুনেদ, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দীন শাহিন, নাহেদ আহমদ, লিটন আহমদ, মো. রাসেল আহমদ, মাহফুজুর রহমান নাজির, মো. সালাহ উদ্দিন, আজাদ আহমদ চৌধুরী, লিটন, সজল, সোলেমান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মুন্না, জিহাদুর রহমান, সামাদ আহমদ চৌধুরী, মো জামিল, রাহি আহমদ রায়হান, সাজেদ আহমদ, মোর্শেদ, হৃদয় প্রমুখ।