Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




লাউতার ১নং ওয়ার্ড: নৌকায় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা জলিলকে বিজয়ী করার অঙ্গীকার

বিয়ানীবাজারবার্তা২৪.কম: লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কান্ডারি বীর মুক্তিযোদ্ধা এমএ জলিল এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বীর মুক্তিযোদ্ধা এমএ জলিল আগামী ২৬ ডিসেম্বর শেষবারের মতো তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আমৃত্যু মানুষের খেদমত করারও প্রত্যয় ব্যক্ত করেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, মানুষ ভুল একবার করে। বিগত নির্বাচনে যে ভুল হয়েছে তা গত ৫ বছর ইউনিয়নবাসী তা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবার সৎ, যোগ্য ও সমাজসেবায় নিবেদিত এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অতুলনীয় ব্যক্তিত্ব এমএ জলিলকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার করেন।

এসময় অতিথির বক্তব্য রাখেন, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান ফয়ছল, কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুজ্জামান সোহেল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাজের্ন্ট (অব.) তাজ উদ্দিন।

বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান সাদেক, ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ময়নুল আল ইসলাম, আব্দুছ সাত্তার, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, সমাজসেবী আব্দুল আজিজ, বিয়ানীবাজার উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মজনু শাহ, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গণি, বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রনেতা জবরুল ইসলাম ও আব্দুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা গোলাম রাব্বানী চৌধুরী মাছুম।

 

সর্বশেষ সংবাদ

Developed by :