আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড পরিমাণ অর্থ পরিশোধ করে একটি টুনা মাছ কিনেছেন জাপানের সুশি ব্যবসায়ী কিয়োশি কিমুরা। রাজধানী টোকিওর মাছের বাজারে বছরের প্রথম নিলামে ২৫ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা (৩১ লাখ ডলার) দিয়ে একটি টুনা মাছ কিনে রেকর্ড গড়েছেন তিনি। খবর বিবিসির।
আত্ম-স্বীকৃত ‘টুনা রাজা’ কিয়োশি কিমুরার কেনা বিপন্নপ্রায় প্রজাতির টুনা মাছটির ওজন ২৭৮ কেজি। এটি ব্লুফিন প্রজাতির টুনা। এর আগে সবচেয়ে বেশি দাম দিয়ে একক টুনা মাছ কেনার রেকর্ডটিও তারই। ২০১৩ সালে ১৪ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা ) দিয়ে একটি টুনা মাছ কিনেছিলেন তিনি।
টোকিওতে প্রতি বছরের শুরুতেই মাছের নিলামের আয়োজন করা হয়। নিলাম থেকে প্রায়ই অত্যাধিক দামে মাছ কিনে থাকেন পাইকারি ও সুশি ব্যবসায়ীরা।