সিলেট: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে সিলেট জেলার গোয়াইনঘাটে উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক (সদ্য বহিষ্কৃত) এবং আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এম নিজাম উদ্দিন বিজয়ী হয়েছেন।
তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে পেয়েছেন ৩৭৯১ ও নৌকা প্রতীকে ৩১৯১ ভোট।
উল্লেখ্য, এম নিজাম উদ্দিন আওয়ামী লীগের তৃণমূল ভোটে এগিয়ে থাকলেও রহস্যজনক কারণে তাকে নৌকা প্রতীক দেয়া হয়নি। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন।