কুমিল্লা: কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হয়েছেন। এছাড়াও আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ( ২২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।
নিহত সৈয়দ মো. সোহেল কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হরিপদ সাহা ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।
গুলিবিদ্ধরা হলেন- জুয়েল (৪০), আউয়াল হোসেন রিজু (২৫), রাসেল (২৮) ও মাজেদুল হক বাদল (২৫)। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বিকেল ৪টার দিকে শহরের পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে নিজ কার্যালয়ে বসা ছিলেন কাউন্সিলর মো. সোহেল। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত সেখানে ঢুকে গুলি ছোড়ে।
কাউন্সিলর সোহেলের ছেলে নাদিম বলেন, আমার আব্বু এক ঘণ্টা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পড়ে ছিল। তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, কাউন্সিলর সোহেলের শরীরে ৯টি গুলি লেগেছে। আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। এছাড়া হরিপদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।