বিয়ানীবাজারবার্তা২৪.কম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর সচিব হয়েছেন অধ্যাপক মো. কবির আহমদ।
আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-২ এর উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে প্রেষণে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
আগামী ১৭ অক্টোবরের মধ্যে নিজ কর্মস্থল হতে অবমুক্ত হওয়ারও নির্দেশনা প্রদান করা হয়েছে।
অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. কবির আহমদ প্রেষণে একই শিক্ষা বোর্ডে দীর্ঘদিন থেকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে।
এদিকে, অধ্যাপক কবির আহমদ সিলেট শিক্ষা বোর্ডের সচিব হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সদ্য সাবেক সহ সভাপতি মজির উদ্দিন আনসার, সদ্য নির্বাচিত যুগ্ম মহাসচিব খালেদ আহমদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার সরকারি কলেজের খণ্ডকালীন প্রভাষক মো. জহির উদ্দিন।