সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমান অসুস্থ। বর্তমানে তিনি নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।