Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




কাফন মোড়ানো স্বদেশ — শিবলী মুরাদ জাফরী

বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে সেদিনকার পিতার মৃত্যু দিনের স্মৃতি নিয়ে তাঁরই কনিষ্ঠ পুত্র শিবলী মুরাদ জাফরী নিম্নের এ দুঃখগাঁথা রচনা করেছেন। 

কাফন মোড়ানো স্বদেশ

শিবলী মুরাদ জাফরী

শ্রাবণ মাস। অঝোর ধারায় ঝরছিল বৃষ্টি। বুধবার আগস্টের দুই, দুই হাজার সাল।
বুকে ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠেন- পিতা। ওজু করেছিলেন নামাজ পড়বেন ফজরের।
তীব্র থেকে তীব্রতর হল বুকের ব্যথা। আপনার প্রিয় স্বদেশের বুকে নিলেন শেষ নিঃশ্বাস। নিথর দেহ রেখেছিলাম পালঙ্কে। স্বজনদের আহাজারি– নির্বাক চারদিক।

গোসল করে জড়ানো হল সাদা কাফন। ঢেকে দেয়া হল আপনার প্রিয় স্বদেশের পতাকায়।
প্রচারবিমুখ পিতার ছড়িয়ে গেল মৃত্যু সংবাদ। চলে এলো আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, সহযোদ্ধা, আদর্শের কর্মি, শুভাকাঙ্ক্ষী।

আসর নামাজ পর খোলা ময়দানে হল শেষ জানাজা।

সূর্য ডুবার আগে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন। পিতা, আপনাকে রেখেছিলাম নিজ হাতে কবরে। মনে হল, যাচ্ছি রেখে– বাবার কাফন মোড়ানো স্বদেশ।

 

সর্বশেষ সংবাদ

Developed by :