Saturday, 22 January, 2022 খ্রীষ্টাব্দ | ৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ |
মিশিগানে বিয়ানীবাজার ইয়াং সোসাইটির আনন্দ ভ্রমণ রোববার

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার ইয়াং সোসাইটি অব মিশিগানের আনন্দ ভ্রমণ আগামীকাল রোববার। ওইদিন স্থানীয় সময় বেলা ১১ টায় জমজম পার্কিং লাট থেকে যাত্রা শুরু হবে। এ উপলক্ষে ইয়াং কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। চলছে আনন্দ এ মহাযজ্ঞ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি।

বৈশ্বিক করোনাকালিন মহামারির এ দুঃসময় কেটে উঠার পর মিশিগানের হ্যারিসন মেট্রো পার্কে বসবে বিয়ানীবাজারী তরুণ প্রজন্মের মিলন মেলা। নিজেদের মধ্যে হবে করোনাভাইরাস সময়ের সুখ, দুঃখের স্মৃতি রোমন্থন।

এ আনন্দ ভ্রমণে থাকছে মধ্যাহ্নভোজ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

আয়োজকদের পক্ষ থেকে ভ্রমণে যেতে ইচ্ছুক সবাইকে যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 
 

Developed by :