Saturday, 18 September, 2021 খ্রীষ্টাব্দ | ৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ |
জেলা আ’লীগের সভাপতি লুৎফুর রহমানের করোনামুক্তি কামনা করেছেন এডভোকেট নাসির খান

সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট মোঃ লুৎফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সকালে তাঁকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, এ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।

এদিকে, এডভোকেট মোঃ লুৎফুর রহমানের দ্রুত রোগমুক্তির জন্য আমি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

পাশাপাশি দলের সভাপতির রোগমুক্তির জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন এডভোকেট নাসির খান।

 
 

সর্বশেষ সংবাদ

Developed by :