বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে আরো একজনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকাল পৌণে ৮ টায় রাজধানী মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এ নিয়ে বিয়ানীবাজারে করোনায় মৃত্যু হলো ২৮ জনের।
করোনায় মৃত হাজী ছুরত আলী পৌর এলাকার খাসাড়ীপাড়া নিবাসী ঢাকাস্থ হোটেল ভিআইপি ইন এর পরিচালক রোটারিয়ান আব্দুল হান্নান এর পিতা।
মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরে জানানো হবে।
উল্লেখ্য, আব্দুল হান্নানও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানা গেছে।