Sunday, 5 February, 2023 খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
মিসবাহ সিরাজ ও সাংবাদিক শফির মাতৃবিয়োগ, বাদ জোহর দরগাহে জানাজা

সিলেট: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও এটিএন নিউজ (ইউকে) এর সিলেট প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম শফির মাতা সমতেরা বিবি (৯০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর পৌণে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত রোগে অসুস্থাবস্থায় তাকে দুপুরে শামীমাবাদের ৪ নং রোডের ১৬ নং বাসা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মৃত্যুকালে ৪ ছেলে ও ৪ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার বাদ জোহর নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন  সাংবাদিক শফিকুল ইসলাম শফি।

এদিকে, সাংবাদিক শফির মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় এক শোকবার্তায় জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :