বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে চলছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে বিপুল সংখ্যক সহকারী শিক্ষকের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিলেট জেলা আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান৷
সংগঠনের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য মো. আব্দুল বারী, সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রমথেশ দত্ত, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।