সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি’র সুস্থতা কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার বাদ আছর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে যথা সময়ে উপস্থিতি থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মোঃ মজির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।