বিয়ানীবাজারবার্তা২৪.কম: গোলাপগঞ্জে ২০১৩ সালে ইসলামী ছাত্রশিবিরের হামলায় গুরুতর আহত হন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয় সম্পাদক মনিরুল হক পিনু। দীর্ঘদিন চিকিৎসার পরও তিনি এখনো সুস্থ হতে পারেননি। এজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাকে তার চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্যাতিত পিনুর হাতে সহাযতার চেক তুলে দেন। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ।
এদিকে, সহায়তার চেক পেয়ে ছাত্রনেতা পিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।