বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রমতে, বিয়ানীবাজর থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে একাধিক ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এতে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মো: আব্দুল করিম (৩৮), অয়েক আহমদ সোয়েব (২৫), সুহেল আহমদ (৩৩), আলী আহমদ (৩৫) ও ২০ গ্রাম গাঁজাসহ সাইদুল ইসলাম (২৭)।