বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে তুলাবাহী একটি ট্রাকে আগুন লেগে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার সকাল ৭টায় সুতারকান্দি এলাকার ব্রিক ফিল্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তুলা বহনকারী ট্রাকটি হঠাৎ করে আগুন লেগে যায়৷ স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানান। স্থানীয় এলাকাবাসী ও বিয়ানীবাজার ফায়ার সার্ভিস দায়িত্বশীলদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ট্রাকের চালক জানান, এ ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।