বার্তা ডেস্ক: পদ্মা নদীতে শখের বসে বড়শি ফেলে বড় একটি বোয়াল পেয়েছেন রাজবাড়ীর আবু সাইদ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে পাবনার নটাখোলা এলাকায় বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটির ওজন সাড়ে ১৮ কেজি।
এরপর মাছটি নিয়ে নিজ বাড়ি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় আসেন। মাছটি দেখার জন্য বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে।
আবু সাইদ বলেন, ‘আমি শৌখিন মাছ শিকারি দীর্ঘদিন ধরে নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করি। কিন্তু এত বড় মাছ কখনো পাইনি। মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত। মাছটি কেটে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে তৃপ্তি করে খাব।’
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ইলিশ রক্ষায় সফল অভিযান ও নদীতে পানি কম থাকায় মাঝে মধ্যেই বড় আকৃতির মাছ ধরা পড়ছে নদীতে।