বার্তা ডেস্ক: একের পর এক বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। গত রোববার (২৪ জানুয়ারি) ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কাকচর মহল্লায় এ ঘটনা ঘটে। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (২৬ জানুয়ারি) ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বিশেষাঙ্গে সাতটি সেলাই দেয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি থাকতে বলা হলেও তিনি গোপনে সেখান থেকে চলে যান। গোপনে অন্য স্থানে চিকিৎসা নিতে থাকলে তার শারীরিক অবনতি হয়।
এ অবস্থায় ফের তিনি মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
নন্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। বিষয় সম্পর্কে খোঁজ নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।