Thursday, 25 February, 2021 খ্রীষ্টাব্দ | ১৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ |
গোলাপগঞ্জে দিনভর নৌকার প্রচারনায় সিলেট জেলা যুবলীগ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে দিনভর নৌকার প্রচার-প্রচারনা করেছেন সিলেট জেলা যুবলীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকাল ৪টায় গোলাপগঞ্জের কদম গাছের তল এলাকায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী রুহেল আহমদের প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পরে গোলাপগঞ্জ বাজারে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামিম আহমদের নেতৃত্বে নৌকার পক্ষে প্রচার মিছিল ও গণসংযোগ করেন যুবলীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কেন্দ্রীয় যুবলীগের মুক্তযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নুর মিয়া, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাহের আহমদ তাজ্জুব, মাসুম আহমদসহ সিলেট জেলা যুবলীগ, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
সর্বশেষ সংবাদ

Developed by :