সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরি কমিটির প্রথম সভা আহ্বান করা হয়েছে।
আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা ডেকেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
রাতে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ সভায় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।