বিয়ানীবাজারবার্তা২৪.কম: এনআরবি ব্যাংকের ১১১ তম বোর্ড মিটিং এ পরিচালনা পরিষদের মিটিংয়ে ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিয়ানীবাজারের কৃতিসন্তান জামিল ইকবাল। একই সাথে তাকে অডিট কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
রোববার (১৭ জানুয়ারি) পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
জানা যায়, জামিল ইকবাল এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এবং রিস্ক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম কন্সট্রাকশন প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেড এর চেয়ারম্যান। তিনি সিলেটের শিবগঞ্জস্থ বোরহানবাগের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন।
সিলেট বিভাগের সাত বারের সর্বোচ্চ করদাতা সম্মাননায় ভূষিত জামিল ইকবালের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা (বড়বাড়ি) গ্রামে।
এদিকে, বিশিষ্ট কন্সট্রাকশন ব্যবসায়ী জামিল ইকবাল এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মনোনীত হওয়ায় ‘এসটিএম বিজনেস গ্রুপ’র পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গ্রুপের নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।