![]() |
নিহত শামসুন্নাহার ও ছেলে শাওন |
বার্তা ডেস্ক: রাজধানীর কাকরাইলে শামসুন্নাহার ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৭ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক রবিউল আলম এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা ও মুক্তার ভাই জনি।
২০১৭ সালের ১ নভেম্বর রাজধানীর কাকরাইলের আঞ্জুমান মফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
চলতি বছরের ১০ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আজ এই রায় দিলেন আদালত।