Tuesday, 26 January, 2021 খ্রীষ্টাব্দ | ১৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ |
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী আব্দুল হক ১৩ বছর প্রবাস জীবনের ১২ বছরই কাটিয়েছেন জোহানসবার্গের নাইজেল এলাকায়।

গত ৩ জানুয়ারি মধ্যেরাতে ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তার ভাগ্নেও।

আব্দুল হকের মৃত্যুতে জোহানসবার্গে বাংলাদেশি কমিউনিটিতে শোক ছায়া নেমেছে। প্রবাসীরা বলছেন, এক যুগ ধরে আব্দুল হককে চিনতেন তারা। তিনি কারও গীবত করতেন না। কারও সঙ্গে ঝগড়া-বিবাদেও জড়াতেন না। নিপাট ভদ্রলোক ছিলেন আব্দুল হক। সবার প্রিয় আব্দুল হকের মৃত্যু তাই মানতে পারছেন না প্রবাসীরা।

নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিথে চার বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া করোনায় ৭ জন মারা গেছেন। সবমিলিযে শোকে কাতর বাংলাদেশি কমিউনিটি।

 

Developed by :