গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত অজ্ঞাত সেই ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি কানাইঘাট উপজেলার তালবাড়ি পুর্বকোনা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মারজান আহমদ (২৯)।
এ তথ্য নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হারুনুর রশিদ।
প্রসঙ্গত, সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ হেতিমগঞ্জে বুধবার ভোর সাড়ে ৫টায় ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ নিহত হয়েছেন।
তারা হলেন, বিয়ানীবাজারের চারখাই এলাকার হাজী আব্দুল জলিলের ছেলে সুনাম মিয়া (২৪) ও একই এলাকার মৃত কুনু মিয়ার ছেলে রাজন (২২) এবং হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার একটি কলোনির বাসিন্দা শিশু হাসান আহমদ (৫)।
এর মধ্যে বিয়ানীবাজারের নিহত দুই যুবকের জানাজা বুধবার বাদ আছর স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।