আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের সভাপতিত্বে ও জহিরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মুক্তিযুদ্ধ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোশতাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক আল আজাদ বলেন, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকায় অনেক গুণীজনের জন্ম হয়েছে। তাদের সুখ্যাতি নিয়ে কুশিয়ারা তীরবর্তী আছিরগঞ্জে যে গণপাঠাগার প্রতিষ্ঠিত হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। জ্ঞান-বিজ্ঞান চর্চা ও জ্ঞানের আলো বিতরণে এ পাঠাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণপাঠাগার আলোকিত মানুষ গঠনে সাহায্য করে। এর সদস্যরা থাকেন সবরকমের পাপাচার, অনিয়ম ও দুর্নীতিমুক্ত। তারা বলেন, যেকোনো উদ্যোগের পেছনে প্রশংসার পাশাপাশি তিরষ্কারও থাকে। তা পেছনে ফেলে গণপাঠাগারকে নতুন প্রজন্মের সামনে দাড় করাতে হবে। এজন্য উদ্যোক্তারা সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম করলে প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলে তা ঠিকে থাকবে। বক্তারা গণপাঠাগারকে নিজস্ব ভবনে নিয়ে যেতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তারা আরো বলেন, জ্ঞানের সমুদ্র হলো পাঠাগার। আছিরগঞ্জ গণপাঠাগার জ্ঞান-বিজ্ঞান চর্চায় এ অঞ্চলের মানুষের জন্য বিশ্ববিদ্যালয় হিসাবে কাজ করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল কবীর, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সালেহ আহমদ, অর্থ সচিব আবু সালেহ মো. ইউসুফ, ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লবিবুর রহমান, আছিরগঞ্জ বাজারের ব্যবসায়ী নিয়াজ মাহবুব, কবি এসএম সেবুল, আহ্বায়ক কমিটির সদস্য আবুতাহের মোহাম্মদ ইয়াহইয়া, দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যুলহাসনাইন ওমর ফুরকানী, সাংবাদিক কামরান আহমদ, মাওলানা আব্দুল বাসিত আল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আজিজুর রহমান মনিয়া, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার আব্দুল খালিক, ঢাকদক্ষিণ সরাকারি কলেজের লাইব্রেরিয়ান মো. খায়রুল ইসলাম সোয়েব, আছিরগঞ্জ গণপাঠাগার আহ্বায় কমিটির সদস্য দেলোয়োর হোসেন শিবলু, জাহেদ হোসেন, জাহিদ হোসেন, আবু নাইম, জামাল উদ্দিন দুদু, অবসরপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান আওলাদ, ইসমাইল হোসেন, আফতাব আলী প্রমুখ।