সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের ২য় বার্ষিকী পূর্ণ হবে আগামী ৩০ ডিসেম্বর বুধবার।
দিনটিকে “গণতন্ত্রের বিজয় দিবস” হিসেবে উদযাপনের লক্ষে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আগামী ওইদিন বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক যৌথ আলোচনা সভার আয়োজন করেছে।
সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।