Saturday, 23 January, 2021 খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ |
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জেলা ও মহানগর আ’লীগের বিক্ষোভ মিছিল রোববার

সিলেট: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে দুর্বৃত্তরা যে দুঃসাহস দেখিয়েছে তা সহজে মেনে যায়না। এতে সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ। এ ঘটনায় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল রোববার দুপুর ১২ টায় রেজিস্ট্রারী মাঠ থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে। এতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী, নগরীর ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

 
Developed by :