Thursday, 21 January, 2021 খ্রীষ্টাব্দ | ৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ |
শুটিং ফ্লোরে অন্তঃসত্ত্বা আনুশকা

বিনোদন ডেস্ক: করোনার মধ্যে অন্তঃসত্ত্বা আনুশকা শুটিং ফ্লোরে নেমে জন্ম দিয়েছেন আলোচনার। তার ভ্যানিটি ভ্যান থেকে নামার মুহূর্তই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ের স্টুডিওতে টানা সাতদিন শুটিং করবেন তিনি।

নতুন বছর, অর্থাৎ জানুয়ারিতেই প্রথমবারের মতো সন্তানের মুখ দেখবেন আনুশকা শর্মা। এ অবস্থায় সাধারণত বিশ্রামেই থাকার কথা তার। কিন্তু বিশ্রাম না নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করছেন তিনি। এ নিয়ে ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, ফ্লোরে সারাক্ষণ দারুণ চনমনে থাকেন আনুশকা। দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে মন মেজাজ ভালো তার। কভিড বিধি মেনেই ঘোরাফেরা করছেন। এতে করে শুটিংয়ে কোনও সমস্যা হচ্ছে না তার।

 

Developed by :