বার্তা ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিয়ানীবাজারের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পৌরশহরের হাসপাতাল গেইটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মাহবুব।
অভিযানে মোট ৯ জনের বিরুদ্ধে মামলা এবং তাদের কাছ থেকে ২৭ হাজার ১ শত ৪’শ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে দণ্ডবিধি ১৮৮ ধারায় একজন দোষী সাব্যস্ত করে ১’শ টাকা জরিমানা এবং সংক্রামক রোগ প্রতিরোধ আইনে ৮জনকে দোষী সাব্যস্ত করে ১৩’শ টাকা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে কিছু মাস্ক বিতরণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মাহবুব জানান, করোনা মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহ্বান করেন।