সিলেট: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুব উল আলম হানিফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতার আশু রোগমুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল শুক্রবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরনের আয়োজন করা হয়েছে।
এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের গৃহিত কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।