Thursday, 3 December, 2020 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ |
গোলাপগঞ্জের বাঘা থেকে দুই শিশু নিখোঁজ

সিলেট: গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের রুস্তমপুর থেকে ৭ বছরের তাউফিফ আহমদ ও আলামিন নামের দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ আলামিন আহমদ রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে।

শনিবার বিকেলে মাছ মারা দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শিশু তাউসিফের চাচা বাছিতুর রহমান।

যদি কেউ তাদের খোঁজ পান তাহলে নিচে উল্লেখিত দুটি নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান (০১৭১১৯১২৩২১ ফয়জুর রহমান, ০১৭১২৭০২৩২১ বাছিতুর রহমান)।

এ ব্যাপারে নিখোঁজ দুই শিশুর অভিভাবকরা গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

 

Developed by :