Thursday, 3 December, 2020 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ |
এসএমপি’র নতুন কমিশনার নিশারুল আরিফের দায়িত্ব গ্রহণ

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. নিশারুল আরিফ। বুধবার রাত পৌনে ১১টায় এসএমপির মিডিয়া সেন্টার থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যোগদানের পরেই তিনি এসএমপির অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন। এসময় তিনি সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং এ সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

১৯৬৮ সালে ঢাকা জেলায় জন্ম গ্রহণ করেন নবাগত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে লোক প্রশাসন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

কর্মজীবনে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সহকারি পুলিশ সুপার হিসেবে কাজ শুরু করেন। এরপর টাঙ্গাইল, র‌্যাব, খুলনা ও সিলেট জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান এবং সিআইডির উপ-পুলিশ কমিশনার (উত্তরা ও মিরপুর), ডিএমপি এবং রাজশাহীর উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে নিশারুল আরিফ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয় এবং ২০১৯ খ্রিস্টাব্দে ডিআইজি, বাংলাদেশ পুলিশ পদে পদোন্নতি পেয়ে এসপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা ঢাকায় কর্মরত ছিলেন।

এছাড়া তিনি কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ করেন। কর্মময় জীবনে তিনি দেশে এবং দেশের বাইরে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্টেলিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় সাফল্যের সাথে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক।

 

Developed by :