বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ৫ লিটার দেশীয় তেরী চোলাই মদসহ তাকে আটক করা হয়।
ধৃত আসামী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল গনি (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ বাজারের সালমা বডিং এর পিছনে আব্দুল গণিকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বিয়ানীবাজার যেকোন অপরাধ মুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় জানান।