Thursday, 3 December, 2020 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ |
সিলেটের দুই ল্যাবে ৪১ জনের করোনা শনাক্ত

সিলেট: সিলেট বিভাগে আরও ৪১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের দুটি ল্যাব থেকে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ২৪ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭ জনের করোনা শনাক্ত হয়।

শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার শাবির ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে মৌলভীবাজারের ৩ জন, হবিগঞ্জের ১ জন ও সিলেট জেলার ১৩ জন রোগী রয়েছেন।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে শনাক্ত ২৪ জনের মধ্যে সিলেট জেলার ১৮, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ২ জন।

 

Developed by :