Friday, 30 October, 2020 খ্রীষ্টাব্দ | ১৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ |
করোনায় মারা গেলেন মহানগর আ’লীগ নেতা মোশাররফ হোসেন

সিলেট: সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার সকাল পৌনে ৯টায় সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাযা আজ সোমবার (২৮ সেপ্টম্বর) বাদ মাগরিব  সিলেট নগরীর হাওয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এদিকে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন এর মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও  শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
 

Developed by :