Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ও সম্পাদক মিলাদ জয়নুল নির্বাচিত

বিয়ানীবাজারবার্তা২৪.কম:  বিয়ানীবাজার প্রেসক্লাবের বহু-কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে বেলা ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ৯ ভোট পেয়ে সজীব ভট্টাচার্য্য সভাপতি ও ১৫ ভোট পেয়ে মিলাদ মো. জয়নুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আমান উদ্দিন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ৮ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৭ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে আহমেদ ফয়সাল পেয়েছেন ৯ ভোট। এতে দেশে অবস্থানরত ২৫ ভোটের মধ্যে ২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অপর ৬ জন প্রবাসে রয়েছেন।

এদিকে, ভোট গ্রহণের লক্ষে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর দু’সদস্য হলেন প্রধান শিক্ষক খালেদ আহমদ ও এডভোকেট আবুল কাশেম।

সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

Developed by :