Tuesday, 29 November, 2022 খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
করোনায় যুক্তরাজ্যে ৫ মাসে বেকার ৭ লাখ লোক

বার্তা ডেস্ক: মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে গোটা বিশ্ব। কেবল মৃত্যুর মিছিল নয়, এর থাবায় ভেঙে পড়েছে বৈশ্বিক অর্থনীতিও। বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাজ্যেও এর বিরূপ প্রভাব পড়েছে। দেশটিতে গত পাঁচ মাসে কর্মহীন হয়ে পড়েছে প্রায় সাত লাখ লোক।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ (ওএনএস) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, গত এপ্রিল থেকে অগাস্ট মাসে যুক্তরাজ্যে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশটিতে ১৬ থেকে ৬৪ বছর বয়সী নাগরিকদের মধ্যে কর্মহীন লোকের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশে।

এর আগে জানুয়ারি-মার্চ সময়কালে যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছিলো।

ওএনএস-এর ডিরেক্টর ড্যারেন মর্গ্যান বলেছেন, জুলাই থেকে লকডাউন সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল হওয়ায় চাকরির বাজার কিছুটা শান্ত হওয়া শুরু হলেও মহামারি শুরুর পূর্বের অবস্থানে ফেরা বেশ কষ্টসাধ্য হয়ে যাবে।

এদিকে দেশটিতে প্রতিদিনই চাকরি হারাচ্ছে শতশত মানুষ। প্রতিবেদনটি প্রকাশের আগের দিন সোমবারও দেশটি জুড়ে ২৩৯ জন লোক তাদের চাকরি হারিয়েছে। এর ফলে দেশটিতে বেকারত্ব ভাতার জন্য আবেদনের পরিমাণও ক্রমেই বেড়ে চলছে।

 

সর্বশেষ সংবাদ

Developed by :