Saturday, 3 December, 2022 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওদুদের মৃত্যুতে জেলা আ’লীগের শোক

সিলেট: গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোলাপগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী আব্দুল ওদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

এক শোকবার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী রাজনৈতিক অঙ্গণে আব্দুল ওদুদ একজন সক্রিয় ব্যক্তি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে অপুরনীয় ক্ষতি হয়ে গেল।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সর্বশেষ সংবাদ

Developed by :