সিলেট: সিলেটে নগরীর মজুমদারীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করছেন গ্রাহকরা। আজ সকাল ১০টা থেকে বিমান অফিসের সামনে বিক্ষোভ করছেন বিমান যাত্রীরা।
জানা যায়, আজ সকাল থেকে অফিসের গেইটের বাইরের লোকদের দাঁড় করিয়ে রাখা হচ্ছে। কাউকে ভিতরে প্রবেশ করেত দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীদের অভিযোগ ভিতরে জায়গা থাকা স্বত্বেও বাইরে মানুষ রেখে দেওয়া হচ্ছে । যারা টাকা দিচ্ছে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিন্তু যারা সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছে আছে তাদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না।
বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী কয়েকজন জানান, দীর্ঘ দিনধরে দেশে রয়েছেন। তারা প্রবাসে ফিরে যেতে চান বলে আজ বিমান অফিসে আসেন। কিন্তু অফিস কর্তৃপক্ষ লোকজন টিকেট নেই বলে দিচ্ছেন বার বার। তবে যারা টাকা দিচ্ছেন তাদেরকে টিকেট দেওয়া হচ্ছে।
আবুধাবিতে থেকে আসা এক প্রবাসী জানান,তিনি গতকাল বিমানবন্দর অফিসে আসেন। তার পাসপোর্ট সব কিছু ঠিকটাক থাকলেও তাকে বলা হয় ৮ হাজার ৫০০ টাকা দিলে টিকেট দেওয়া হবে। কিন্তু আজ সকাল থেকে লাইন রয়েছেন এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারছেন না।